আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- নাটোর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৪:১১ PM

নাটোরে আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা ও সিংড়ায় ইউএনও অফিসে প্রশাসনিক কর্মকর্তার অসদাচরণে অভিযুক্তদের বিচারের দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় নাটোর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার আদালত চত্বরে বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম তাকে বরখাস্তের আদেশ দিলে সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘একজন আসামির দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যমকর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। তিনজন ক্যামেরাপার্সন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।আমাদের দাবি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, হামলার ঘটনায় ‘এখন টেলিভিশন’, ‘সময় টেলিভিশন’ ও ‘এনটিভি’র ক্যামেরাপার্সন হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ।