বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন
ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন  © সংগৃহীত

ঝালকাঠির কৃতি সন্তান ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (১০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপি আশা প্রকাশ করে যে, ড. জিয়াউদ্দিন হায়দার তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দলের সার্বিক উন্নয়ন, ঐক্য ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার একজন স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারীবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ৩০ বছর এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টিরও বেশি দেশে স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্বব্যাংক থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ড. জিয়াউদ্দিন হায়দার। আশির দশকে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তার দুই ভাই—অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল ও ডা. এস.এম আনোয়ার পারভেজ—শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ছাত্র সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

নবনিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার দলীয় দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। দেশে উন্নয়নকেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি তিনি শুরু করেছেন, তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করবো।’

ড. জিয়াউদ্দিন হায়দার করোনাকালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে লেখালেখি করেন। তিনি স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও নিয়মিত মতামত প্রকাশ করে আসছেন।

বিএনপির নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে তিনি দলে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence