নতুন প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা

২০ জুলাই ২০২২, ০১:৫৪ PM
রনিল বিক্রমাসিংহে

রনিল বিক্রমাসিংহে © ফাইল ছবি

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সংসদে ভোটে রনিল পেয়েছেন ১৩৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী এসএলপিপির সমালোচক ও সাবেক শিক্ষামন্ত্রী দুল্লাস আলাহাপেরুমা ৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

শ্রীলঙ্কার করুনীয় অবস্থায় দ্রুততার সঙ্গে নেতা নির্বাচনের প্রয়োজন হওয়ায় বড় পরিসরে নির্বাচনের আয়োজন পরিবর্তে পার্লামেন্টে জনপ্রতিনিধিদের ভোটের আয়োজন করা হয়।

এর আগে, দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্পিকারসহ ২২৩ এমপি ভোট দিয়েছেন এবং ভোটদানে বিরত ছিলেন ২ এমপি। 

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ত্রিমুখী লড়াই রনিল বিক্রমাসিংহেকে আগে থেকেই এগিয়ে রেখেছিলেন বিশ্লেষকরা। যদিও বিক্ষোভকারীরা তাকে রাজাপক্ষে পরিবারের মিত্র হিসেবেই দেখছে।

আরও পড়ুন: শ্রীলংকায় এখন শুধুই হাহাকার, যে ছয় কারণে এই বিপর্যয়।

টানা কয়েক মাস ধরে চলা বিক্ষোভের মুখে সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে মালদ্বীপ তারপর সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি। বিক্ষোভকারীরা ক্রমাগত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিলো। সিঙ্গাপুর থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোতাবায়া। এর আগে তার দুই ভাই মাহিন্দা রাজাপক্ষে এবং বাসিল রাজাপক্ষে যথাক্রমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

তবে লঙ্কান পার্লামেন্টের এখনো সংখ্যাগরিষ্ঠ রাজাপক্ষেদের দল এসএলপিপি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে তারা রনিল বিক্রমাসিংহেকে সমর্থন দিয়েছেন। রনিল প্রেসিডেন্ট হওয়ায় শ্রীলঙ্কা আরও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।   

এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন রনিল। বর্তমানে শ্রীলঙ্কা কার্যকরভাবে দেউলিয়া এবং খাদ্য, জ্বালানি এবং অন্যান্য মৌলিক সরবরাহের তীব্র ঘাটতি সম্মুখীন করছে।

ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
শিরোপা জয়ের পর সেনেগালকে দুঃসংবাদ দিল ফিফা
  • ২০ জানুয়ারি ২০২৬
আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9