হতাহতের খবর জানালো রাশিয়া

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২১ PM
ইউক্রেন সংকট

ইউক্রেন সংকট © সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযানে নিজেদের কিছু সৈন্য হতাহত ও বন্দি হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। এ খবর দিয়েছে আরটি। 

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ রোববার এক প্রেস ব্রিফিংয়ের সময় হতাহত ও সৈন্য বন্দি হওয়ার ঘটনা স্বীকার করেছেন। এ ছাড়াও তিনি জানিয়েছেন, অভিযান শুরু হওয়ার পর রুশ সামরিক বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ২৫৪টি ট্যাংক, ৩১টি বিমান, ৪৬টি বিভিন্ন রকমের রকেট লঞ্চার সিস্টেম, ১০৩টি আর্টিলারির কামান ও ১৬৪টি সামরিক যান ধ্বংস করেছে।

তবে রাশিয়ার সেনাদের হতাহতের সংখ্যা জানাননি কোনাসেনকভ। তবে তিনি বলেন, রুশ সেনা হতাহতের সংখ্যা জাতীয়তাবাদীদের ও ইউক্রেনীয়দের নিয়মিত বাহিনীর তুলনায় বহু গুণ কম।

এ সময় ইউক্রেনীয় সেনারা অল্পসংখ্যক রুশ সেনা বন্দি করেছে বলেও স্বীকার করেছেন তিনি। বন্দি রুশ সেনারা বিরোধী সেনাদের কাছ থেকে যে আচরণ পেয়েছেন তার নিন্দাও জানিয়েছেন। তিনি দাবি করেন, রুশ যুদ্ধবন্দিদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হচ্ছে না। তবে রাশিয়ার কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। একই সঙ্গে রুশ বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিচারের আওতায় আনা হবে।

আরও পড়ুন- ইউক্রেন ইস্যুতে বিরল বৈঠকে জাতিসংঘ

কোনাশেনকভ বলেন, যেকোনো বন্দি ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ভালো আচরণ করবে রুশ সেনারা। যারা অস্ত্র ফেলে দিয়েছে। রুশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে না। তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে।

ন্যাটো নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দুই পক্ষের তুমুল লড়াই এখনো চলছে। পশ্চিমা বিশ্বের দেশগুলো ইউক্রেনের পক্ষে অবস্থান করে তাদের অস্ত্র ও নানা সরঞ্জাম দিচ্ছে। জাতিসংঘ থেকে বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও কোনো পক্ষই পিছু হটছে না। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে। চলমান পরিস্থিতিতে দেশ দুইটি আজ আলোচনায় বসছে।

বিপদে পড়লে স্মার্টফোন ব্যবহারকারীদের অবস্থান জানাবে গুগল
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9