‘ভাগ্যে থাকলে হয়তো দেখা হতে পারে’ ইউক্রেনের ভাইরাল জুটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ PM
ধ্বংস, আহত ও নিহতের ছবি যখন দেখছেন বিশ্ববাসী তখন ভিন্ন একছবি নাড়া দিয়েছে সবার মনে। ইউক্রেনের এক জুটির বিদায়-মুহূর্তের আবেগঘন একছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিতে দেখা যাচ্ছে দু’জনে দু’জনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছেন। একজন অপরজনকে ছেড়ে চলে যাচ্ছেন। ভাগ্যে থাকলে হয়তো দেখা হতেও পারে আবার নাও হতে পারে। বিদায় মুহূর্তে সে চিন্তাই যেন ভর করেছিল তাদের মনে। তারা হয়তো বুঝাতে চেয়েছেন যুদ্ধ নয় ভালবাসাই করতে পারে সকল সমস্যার সমাধান। তাদের বিদায় বেলায় আবেগঘন সে ছবিই এখন ভেসে বেড়াচ্ছে ফেসবুকে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের জন্য সুন্দর সময় প্রত্যাশা করি: ভিসি
সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কত না বলা প্রতিশ্রুতি। সম্ভবত সেই আবেগে ভেসেই এই ছবি ছেয়ে গেছে ফেসবুকে।
সেই ছবির চার লাইনের আবেগঘন ক্যাপশন বিশ্ববাসীর হৃদয়কে আবেগমথিত করেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। আর তারই মাঝে জ্বল জ্বল করছে ভালোবাসা!
‘আমাদের ফের কবে দেখা হবে?
যুদ্ধ শেষের বছরখানেক পর...
যুদ্ধ কবে শেষ হবে?
যবে ফের আমাদের দেখা হবে...
আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় আসন কমানো নিয়ে যা বললেন ঢাবি ভিসি
এই ছবিটি আদতে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা। রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সঙ্ঘাতের জেনে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গেছে, তার মধ্যেই এই ভালোবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো।