অবাধ্য হলে বউ পেটান, স্বামীদের পরামর্শ নারী মন্ত্রীর (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৮ PM
বউকে সবক শেখাতে মারধর করার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই পরামর্শ দেন তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুই মিনিটের ওই ভিডিওতে সিতি জাইলাহ বলেন, স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত।
ভিডিওতে তিনি বলেন, যে সব নারী কথা শোনেন না তাদের অনুশাসন করার উচিত স্বামীর। শাসনে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।
আরও পড়ুন: ‘হিজাব বা বোরকা এখন নিপীড়নের প্রতীক’
ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই তবেই তার সঙ্গে কোনো বিষয়ে কথা বলা উচিত। স্বামীর মর্জি বুঝে, তার খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তার সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।
এদিকে সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ।
এক নেটিজেন বলেছেন, পুরুষ, নারী, শিশু বা পশু কাউকেই মারার অধিকার থাকতে পারে না কোনো মানুষের। লজ্জাজনক মন্তব্য!
আরও পড়ুন: হুমকির ১৬ দিনের মধ্য বরখাস্ত, ‘গুম আতঙ্কে’ দুদক কর্মকর্তা শরিফ
আরেক নেটিজেন বলেন, ছি! আপনি একজন মন্ত্রী! এমন মন্তব্য কী ভাবে করতে পারলেন! আপনার উচিত পদত্যাগ করা।
তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।