সাহিত্যে নোবেল পেলেন তাঞ্জানিয়ার আব্দুলরাজ্জাক গুরনাহ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৫:১৭ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০৭:০৭ PM
এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার লেখক আব্দুলরাজ্জাক গুরনাহ। সুইডিশ অ্যাকাডেমি আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ২০২১ সালের পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
১৯৪৮ সালে তাঞ্জানিয়ার জানজিবারে জন্ম গুরনাহর। তিনি ১৯৬০ সালের শেষ দিকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। গুরনাহ ইউনিভার্সিটি অব কেন্টের ইংরেজি ও ঔপনিবেশিক পরবর্তী সাহিত্যের অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন।
নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, ‘ঔপনিবেশিকতার প্রভাবের প্রতি আপোষহীন ও সহানুভূতিশীল সমালোচনা’ উঠে এসেছে গুরনাহর লেখায়।