মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

০১ অক্টোবর ২০২১, ১২:৪৯ PM
সৌজন্য

সৌজন্য © ফাইল ফটো

ভারতের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওই অভিনেত্রীর নাম সৌজন্য। তিনি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ব শোবিজ জগতের জন্য আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী সৌজন্য আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী সৌজন্য বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকেই দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। 

আত্মহত্যার আগে তিনি ৪ পাতার সুইসাইড নোট লিখে গেছেন। এগুলো যথাক্রমে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর লেখা হয়েছিল। এই সিদ্ধান্তের জন্য তিনি কাউকে দোষারোপ করেননি। বরং নিজেকেই আত্মহত্যার জন্য দায়ী করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজের মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

সৌজন্য তার সুইসাইড নোটে জানান, সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে তিনি গত কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ফান’, ‘চৌকাট্টু’-র মত কন্নড় সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সৌজন্য। কয়েকটি টিভি সিরিয়ালেও দেখা গেছে তাকে।

শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০১ জানুয়ারি ২০২৬
দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ০১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী জেলা পরিষদে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ 
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!