২০ বছর পর মসজিদ পেল মেরিল্যান্ডের শিক্ষার্থীরা

নামাজ আদায় করছেন মেরিল্যান্ডের শিক্ষার্থীরা
নামাজ আদায় করছেন মেরিল্যান্ডের শিক্ষার্থীরা  © সংগহীত

দীর্ঘ ২০ বছর পর লাগাতার চেষ্টার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মসজিদ নির্মাণ করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রিন্সজর্জ এলাকায় অবস্থিত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর মসজিদের উদ্বোধন করা হয়েছে। ফলে ক্যাম্পাসে অবস্থানকারী সব মুসলিম শিক্ষার্থী এখানে নামাজ আদায় করতে পারবেন।

জানা গেছে, ২০১৭ সাল থেকে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ‘মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠানটির অভ্যন্তরে মসজিদ প্রতিষ্ঠা নিয়ে কাজ করে আসছিল। এর প্রায় ১৬ বছর আগে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মসজিদের নির্মাণের দাবি তোলেন কিছু মুসলিম শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মসজিদ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। তাদের তহবিলে প্রায় দুই লাখ মার্কি ডলার জমা হয়েছিল। সেই অর্থ দিয়েই মসজিদ নির্মাণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ