মডেল মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও

০৭ আগস্ট ২০২১, ০৭:১১ PM
কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা তরুণ-তরুণীর ভিডিও।

কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা তরুণ-তরুণীর ভিডিও। © ছবি : সংগৃহীত

কুমিল্লায় সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর করা একটি লাইকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জেলার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

মসজিদের এক মুসল্লি আবদুস সুবহান বলেন, ‘মসজিদে আইয়া গানবাইদ্য করল। এইডা কেয়ামতের লক্ষণ। এই দেশো কী আইন কানুন নাই। খুইব দুঃখ পাইছি।’

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি জড়িতরা শাস্তি না পায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্ছন্নে যাবে।’

এ ঘটনার পর দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা ওই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত এখানে অনেকে ভিড় করেন।

ট্যাগ: ফেসবুক
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার নারী হেনস্তার ভিডিও ভাইরাল, প্রতিবাদ জামায়াত …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে হত্যা ও নির্বাচনী প্রচারণায় নারীকে হেনস্তার …
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শেষ আগামী…
  • ৩০ জানুয়ারি ২০২৬