ওড়ালেন জাতীয় পতাকা

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে কুবি শিক্ষক ও সাবেক শাবি শিক্ষার্থী

 কুবি শিক্ষক আসাদ আজিম (বাঁয়ে) ও সাবেক শাবি শিক্ষার্থী তারিক মো. নাসিম
কুবি শিক্ষক আসাদ আজিম (বাঁয়ে) ও সাবেক শাবি শিক্ষার্থী তারিক মো. নাসিম  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট হুইটনি জয় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম।

মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় গত মঙ্গলবার বাংলাদেশের পতাকা ওড়ান তাঁরা। দুজনই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (৪ হাজার ৪২১ মিটার)।

আরও পড়ুন: একজন আবদুস সোবহান ও রাবির দুই মেয়াদের উপাচার্য

এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, অ্যারিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) বিভিন্ন পর্বত জয় করেন কুবি শিক্ষক আসাদ আজিম।


সর্বশেষ সংবাদ