যুক্তরাষ্ট্রে হাইস্কুলে গোলাগুলি, প্রাণ গেল ছাত্রের

যুক্তরাষ্ট্রের স্কুল গোলাগুলিতে এক ছাত্র প্রাণ হারিয়েছে
যুক্তরাষ্ট্রের স্কুল গোলাগুলিতে এক ছাত্র প্রাণ হারিয়েছে  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সেখানকার অস্টিন ইস্ট ম্যাগনেট হাইস্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ইউএসএ টুডে জানিয়েছে, এ ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।

এদিকে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। তিনি বলেছেন, অন্যান্য অঙ্গরাজ্যের মতো তার অঙ্গরাজ্যেও সহিংসতা বাড়ছে। এজন্য কার্যকরী ব্যবস্থা নিতে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতায় প্রতিদিন অনেকে গুলিবিদ্ধ হচ্ছেন। এরমধ্যে অনেকে মারা যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, এসব বন্ধ করতে হবে।’

এর আগে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বাইডেন ও তার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড। দেশটিতে এলোপাতাড়ি গুলি, রক্তপাত ও আত্মহননকে মহামারি উল্লেখ করে বাইডেন বলেন, বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলছে।


সর্বশেষ সংবাদ