এক বছরে তিনটি ঈদ ও দুটি রমজান একসঙ্গে পাবেন মুসলিমরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বছরে দুটি ঈদ ও একটি মাস সিয়াম পালন করে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের লোকেরা। তবে ২০৩০ সালে ঘটবে এর ব্যতিক্রম। ২০৩০ সালে এক বছরেই তিনটি ঈদ ও দুটি রমজান পাবেন মুসলিমরা।

চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খানের টুইটার বার্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন। টুইটারে মিনহাল খান জানান, প্রতিবছর ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়। সে হিসেবে ২০৩০ সালে জানুয়ারি ও ডিসেম্বর মাসে দুটি রমজান পাবেন মুসলিমরা।

এদিকে দুবাই জ্যোতির্বিজ্ঞানী সংস্থার প্রধান নির্বাহী কর্মকতা হাসান আহমেদ আল হারিরি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ নিশ্চিত হওয়া গেছে ২০৩০ সালে রমজান দুইটি হবে।

গত দুই দশকে মুসলিম উম্মাহ এক বছরে একটি রমজান এবং দুটি ঈদুল ফিতর পালন করে অভ্যস্ত রয়েছে। কিন্তু ২০৩০ সালে এ ধারায় আসবে পরিবর্তন।

উল্লেখ্য, ২০৩০ সালের মতো এক খ্রিস্টবর্ষে দুইবার রমজান পাওয়ার ঘটনা অনেক বছর পর পর ঘটে থাকে।


সর্বশেষ সংবাদ