বই লিখছেন ইলন মাস্ক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:২০ AM
রকেট নির্মাণপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলা, পেপ্যালসহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। মার্কিন এই ধনকুবের এবার লেখকের তালিকায়ও নাম লিখতে চলেছেন।
নিজের এ দুই প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স নিয়ে বই লিখছেন বলে জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় মাস্ক বলেছেন, টেসলা এবং স্পেসএক্সের গল্প বলার এটাই সময়। দ্বিতীয় টুইটে বলেছেন, পৃথিবী এবং মঙ্গলের। তৃতীয় আরেক টুইটে বলেছেন, যা শিখেছি।
মাস্কের এই টুইটের অর্থ কী, সে বিষয়ে আলোচনা শুরু করেছেন তার চার কোটি ৬০ লাখ অনুসারীর অনেকেই। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, বই লিখছেন কি না, এক গ্রাহকের এমন প্রশ্নের জবাবে মাস্ক জবাব দিয়েছেন, ‘হ্যাঁ’।
এর আগে ২০১৯ সালে সর্বশেষ বই লেখার কথা জানিয়েছিলেন মাস্ক। সে সময় তিনি বলেছেন, সম্ভবত ক্যারিয়ারের শুরুর দিকটা একদিন বইয়ের মতো মূল্যবান হবে। এতে স্পেসএক্স, টেসলা এবং নিউরাল প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিঙ্কে তার কাজের কথা থাকবে।