অভিবাসীদের নিয়ে বই লিখছেন বুশ, এঁকেছেন ছবিও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:১৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২০, ১০:১৭ AM
নতুন একটি বই প্রকাশের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। এছাড়া গত ১৮ মাস ধরে ছবি এঁকে তার সময় কাটছে বলে জানিয়েছেন। সেসব ছবি নিয়ে জর্জ ডাব্লিউ বুশ প্রেসিডেন্সয়াল সেন্টারে প্রদর্শনীর আয়োজন করেছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন জর্জ ডাব্লিউ বুশ। সেখানে তিনি লিখেছেন, ‘বিগত ১৮ মাস ধরে আমি ছবিগুলো এঁকেছি। এছাড়া ৪৩ জন অভিবাসীর গল্প লিখছি। আজ আমি একটি নতুন বই এবং প্রদর্শনীর ঘোষণা করতে পেরে আনন্দিত।’
তিনি বলেন, ‘নতুন আমেরিকানদের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজন, যারা আমাদের দেশের সাংস্কৃতিক সম্পদ, অর্থনৈতিক জীবনীশক্তি, উদ্যোক্তা উদ্দীপনা এবং দেশপ্রেম জাগরণ করছেন।
বুশ জানান, বইটি এখন থেকেই প্রি-অর্ডার শুরু হচ্ছে। আগামী বছরের ২ মার্চ বইটি পাওয়া। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বইটি আমাদের দেশের অভিবাসীদের বিষয়ে ইতিবাচক মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে।’
বইটি অর্ডার করতে এবং আরো বিস্তারি জানতে এই ওয়েবসাইটে (https://www.bushcenter.org/exhibits-and-events/exhibits/2021/out-of-many-one.html) ক্লিক করার আহবান জানিয়েছেন তিনি।