ভারতের টিকটক স্টারদের কার কত আয়, জানলে চমকে যাবেন

০১ জুলাই ২০২০, ০৯:২৪ AM

© ফাইল ফটো

লাদাখের গালওয়ান উপত্যকা ঘিরে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটি থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটিক।

আনন্দবাজার পত্রিকার সূত্র মতে, ২০১৯ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতে, ৩২কোটি ৩০ লাখ বার! যা বিশ্বের মোট টিকটক গ্রাহকদের ৪৪ শতাংশ।

দেশটিতে চলমান পরিস্থিতিতে টিকটক অ্যাপটি বন্ধ করে দেয়া হয়। আর সেই কারণে দেশটিতে বেশ কয়েকজন টিকটক স্টারের মাথায় হাত দেয়ার উপক্রম। 

এবার জেনে নেয়া যাক চীনা ভিডিও অ্যাপ টিকটিক দিয়ে কতো আয় করতেন এসব ভারতীয়রা।

মঞ্জুল খট্টর:

ভারতসহ বাংলাদেশ, পাকিস্তানেও জনপ্রিয় একজন টিকটক স্টার তিনি। অ্যাপটিতে নিজের ট্যালেন্ট দেখিয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে তার। মঞ্জুলের বাড়ি হরিয়ানার গুরুগ্রামে। বাণিজ্যবিভাগ নিয়ে পড়াশোনা করেছেন। হেয়ারস্টাইলের জন্য টিকটকে বেশ জনপ্রিয় মঞ্জুল। শুধু ভিডিও পোস্ট করেই মাসে প্রায় ৫ লাখ টাকা আয় করেন মঞ্জুল।

গিমা আশি

মূলত টিকটক ব্যবহার করেই গিমা আশির মুখখানা চেনেন সবাই। গিমা এক জন মডেল। টিকটকে ‘বহত হার্ড’ গানে নিজের একটি ভিডিও পোস্ট করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন গিমা। সেই ভিডিও ৫০ লাখ বার দেখা হয়েছিল। দিল্লির এই মডেলের টিকটকে ১ কোটির ওপর ফলোয়ার রয়েছে। আর টিকটকে ভিডিও পোস্ট করে মাসে ৬ লাখ টাকা আয় করেন গিমা। ইনস্টাগ্রামেও কয়েক লাখ প্রচুর ফলোয়ার রয়েছে তার।

অবেজ দরবার

টিকটক স্টারদের মধ্যে অন্যতম নাম অবেজ দরবার। টিকটকে নিজের কমেডি ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় তিনি। তিনি একজন কোরিয়োগ্রাফারও। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ২ কোটি। এই আপ থেকে অবেজের আয় মাসে ১৪ লাখ টাকা! অবেজের নিজের ইউটিউব চ্যানেল আছে। সেখানে তার ৩ লাখের মতো ফলোয়ার রয়েছে।

অবনীত কউর

অবনীত একজন টেলি অভিনেত্রী। ভারতের টিভি চ্যানেলে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার, ডান্স কে সুপারস্টারস ইত্যাদিতে অংশ নিয়েছিলেন তিনি। সেই পরিচিতিকে কাজে লাগিয়ে টিকটকেও জনপ্রিয় হয়েছেন। টিকটকে তার ৫০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। সেখান থেকে অবনীত মাসে ১৬ লাখ টাকা আয় করেন।

জান্নাত জুবেইর

ভারতের টিকটকের সবচেয়ে বেশি আয় করেন জান্নাত জুবেইর। জান্নাত এক জন অভিনেত্রী। ২০১৯-এ ভারতে টিকটকে তার চেয়ে বেশি ফলোয়ার কারও ছিল না। তার টিকটকে ফলোয়ার সংখ্যা ১ কোটির বেশি। এখান থেকে নানা ভিডিও পোস্ট করে জান্নাতের মাসিক আয় ২ লাখের কাছাকাছি।

 

তথ্যসূত্র: আনন্দবাজার

কর্মস্থল থেকে ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০২ জানুয়ারি ২০২৬
কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন অভিজ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
এন্টার্কটিকায় বরফের দুই কিলোমিটার নিচে সন্ধান মিলল সাড়ে তিন…
  • ০২ জানুয়ারি ২০২৬
আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শুরু কখন—জানালেন আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!