ঘূর্ণিঝড় আম্পানের পর আসছে আরেকটি বড় দুর্যোগ ‘নিসর্গ’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ মে ২০২০, ০৬:০২ PM , আপডেট: ২২ মে ২০২০, ০৬:১৫ PM
করোনাভাইরাসের মহামারির কারণে টালমাটাল গোটা বিশ্ব। এর মধ্যে তাণ্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। বঙ্গোপসাগরে এই উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড় ছিল আম্পান। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ তথ্য জানিয়েছিল।
আম্পানের পর এবার আরেক মহাপ্রলয়ের সামনে বিশ্ব। তার নাম নিসর্গ। জি নিউজ এ খবর দিয়েছে। নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। ২০১৮ সালে ঘূর্ণিঝড় নামকরণের তালিকায় নতুন পাঁচটি দেশ যুক্ত করা হয়। সেগুলো হলো ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব ও ইয়েমেন।
এর আগে থেকে রয়েছে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান এবং থাইল্যান্ড। এই ১৩টি দেশ ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে। আম্পানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম হবে নিসর্গ (বাংলাদেশ প্রস্তাবিত), গতি (ভারত), নিভার (ইরান), বুরেভি (মালদ্বীপ), তৌকতাই (মায়ানমার), ইয়াস (ওমান)।
এর আগে ঘূর্ণিঝড় ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তিশালী ছিল। আম্পান নামটি দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ আকাশ।