এবার নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

০২ নভেম্বর ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ১০:১০ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা রোধে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নেয়, তাহলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও ‘নির্মম’ হামলা চালানো হতে পারে।

রবিবার (২ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের এই হুমকির একদিন আগে তিনি দাবি করেছিলেন, নাইজেরিয়ায় উগ্র ইসলামপন্থিদের হামলায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যার ঘটনা থামাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করবে। তিনি আরও বলেন, ‘আমরা খুব সম্ভবত ওই দেশে প্রবেশ করবো—‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব নৃশংসতা চালাচ্ছে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা ঘটনা উল্লেখ করেননি।

ট্রাম্প লিখেছেন, ‘আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। হামলা হলে তা হবে দ্রুত, নির্মম এবং মধুর—যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। সতর্কবার্তা: নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক!’

নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এর একদিন আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিক ও কিছু প্রভাবশালী মহল নাইজেরিয়ায় সহিংস ঘটনাগুলোকে ‘খ্রিস্টান গণহত্যা’ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, নাইজেরিয়ায় বহু বছর ধরে চলা সহিংসতা মূলত জটিল নিরাপত্তা সমস্যার ফল, যার পেছনে শুধু ধর্ম নয়, সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বৈষম্যও বড় ভূমিকা রাখে।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9