এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © টিডিসি ফটো

শক্তিশালী ভূমিকম্পে পুরো পাকিস্তান কেঁপে উঠেছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

ভূকম্পবিদরা জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়েছেন। লোয়ার দির ও মারদানে কম্পন উল্লেখযোগ্যভাবে টের পাওয়া গেছে। খাইবার জেলার ল্যান্ডিকোটাল এলাকায় মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকও অনুভূত হয়েছে।

রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায় দপ্তর ও বাসাবাড়ি থেকে মানুষ বেরিয়ে এসেছে। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের ঝুঁকি সর্বদা থাকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence