আটককৃত হুন্দাইয়ের কর্মীরা © সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কর্মক্ষেত্রে এটিই সবচেয়ে বড় অভিযান বলে বিবেচিত হচ্ছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বেআইনি কর্মসংস্থান এবং অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। আটলান্টার স্পেশাল এজেন্ট স্টিভ শ্রাংক এক সংবাদ সম্মেলনে জানান, এটি কোনো হঠাৎ করে চালানো অভিবাসন অভিযান নয়; বরং বহু মাস ধরে চলমান তদন্তের ফল।
তিন হাজার একর জায়গাজুড়ে নির্মিত এ কারখানায় এক বছর ধরে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন হচ্ছিল। আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই কোরিয়ান নাগরিক।অভিযানের ঘটনায় দক্ষিণ কোরিয়া ‘উদ্বেগ ও ক্ষোভ’ জানিয়েছে এবং নিজেদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি।