বিশ্ব ভ্রমণে বের হয়ে যুবকের মোটরসাইকেল চুরি
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM
মোটরসাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন ভারতীয় এক যুবক যোগেশ আলেকারি আলেকারি (৩৩)। ১৫,০০০ মাইল (২৪,১৪০ কিমি) পথ পাড়ি দিয়ে পৌচ্ছেছিলেন যুক্তরাজ্যে। এই যাত্রাপথে তিনি ইরান, নেপাল, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, ইউরোপের জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ফ্রান্সসহ আরও ১৭টির বেশি দেশ পাড়ি দিয়েছিলেন। পরে ইউরোপের দেশগুলোতে ভ্রমণ শেষে তিনি ২৮ আগস্ট অক্সফোর্ডের পথে নটিংহামের উলাটন পার্কে মোটরসাইকেল পার্ক করেছিলেন নিজের প্রিয় 'কেটিএম ৩৯০ অ্যাডভ্যান্স' মোটরসাইকেলটি।
সকালে নাস্তা খাওয়ার পর যখন ফিরলেন, তখন দেখা গেল মোটরসাইকেল এবং তাঁর প্রায় ১৫ হাজার পাউন্ড মূল্যের সমস্ত সামগ্রী চুরি হয়ে গেছে। পার্কের একজন দর্শকের ক্যামেরায় ধরা পড়ে মোটরসাইকেলটি দুটি মোপেড স্কুটারের সঙ্গে নিয়ে চুরির দৃশ্য।
যুক্তরাজ্যে তাঁর মোটরসাইকেল চুরির পর ব্যাপক সমর্থন পেয়েছেন ভারতের মোটরসাইকেল রাইডার যোগেশ আলেকারি। তিনি বলেছেন, ‘মানুষের সহানুভূতি ও সাহায্য আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।‘
চুরির পর তিনি সহায়তার অগণিত বার্তা পেয়েছেন। ব্রিটিশ নাগরিক, স্থানীয় বাইকার কমিউনিটি এবং ভারতের বাইকাররা তাঁর পাশে দাঁড়িয়েছে। অনেকেই রাইডিং গিয়ার এবং নিজের মোটরসাইকেলও দেওয়ার প্রস্তাব দিয়েছেন। 'লং ওয়ে হোম' টিভি সিরিজের প্রোডাকশন কোম্পানিও একটি KTM মোটরসাইকেল ধার দেওয়ার প্রস্তাব দিয়েছে।
আলেকারি জানিয়েছেন, পুলিশের কাছে নিজের মোটরসাইকেল ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা পর্যন্ত তিনি নতুন মোটরসাইকেল গ্রহণ করবেন না। তিনি বলেছেন, 'আমি এই মোটরসাইকেল নিয়ে খুব আবেগাপ্লুত। শুধু চাই আমার মোটরসাইকেলটা ফিরে পাক। শান্তিপূর্ণ জীবন চাই, আমি অনেক কষ্টে আছি।'
নটিংহামশায়ার পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত চলছে, তবে এখনও কোনো গ্রেপ্তার হয়নি এবং মোটরসাইকেলও খুঁজে পাওয়া যায়নি।