ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি © সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছেন । রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে তিনি আপাতত এই সফর স্থগিত করেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ইতালির নেত্রীর। সফরসূচি অনুযায়ী, ৩১ আগস্ট ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মেলোনির। বাংলাদেশের পাশাপাশি তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও যাওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার গ্ণমাধ্যমে বলেন, (মেলোনির) তার সফর বাতিল করা হচ্ছে না। এটা শুধু স্থগিত হচ্ছে। অদূর ভবিষ্যতে তিনি (বাংলাদেশ) সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ঢাকা ও রোম পরবর্তীতে সুবিধাজনক ও দ্রুততম সময়ে মেলোনির সফরের সময়সীমা পুনঃনির্ধারণের জন্য ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে যাবে।
রোম ও ঢাকার কূটনীতিক সূত্ররা জানান, ইউক্রেন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান দরকষাকষিতে ন্যাটো জোটের অন্যতম প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ইতালির প্রধানমন্ত্রী। যে কারণে তিনি এশিয়া সফরে যেতে পারছেন না। সূত্ররা আরও উল্লেখ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে ইউরোপের অন্যান্য নেতার সঙ্গে মেলোনিও উপস্থিত ছিলেন।
এর আগে, মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।বৈঠকে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন ও পুনরুজ্জীবিতকরণ নিয়েও আলোচনা করেন তারা।