নিজের জন্য কবর খুঁড়ছেন ইসরায়েলি জিম্মি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি সুড়ঙ্গের ভূগর্ভে মাটি খুঁড়ছে এক কঙ্কাল কাঠামো দেহের যুবক। পরনে হাফপ্যান্ট, মাথার চুল গুলো উশকোখুশকো। দেখে মনে হচ্ছে তার শরীরে কোন শক্তি নেই, তবুও চেষ্টা করছে একটি গর্ত খুঁড়তে। শনিবার (২ আগস্ট) এমনই এক ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ভিডিওর ওই যুবক হলেন হামাসের কাছে জিম্মি ইসরায়েলের নাগরিক এভিয়াতার ডেভিড (২৪)। ভিডিওতে দেখা যায়, সে কোদাল হাতে নিজের জন্য কবর খুঁড়ছে এবং তিনি তার দুর্দশার বর্ণনা দিচ্ছে।
তিনি হিব্রু ভাষায় বলেন, ‘আমি এখন যা করছি, তা হলো আমার নিজের কবর খুঁড়ছি। প্রতিদিন আমার শরীর দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়ছে। আমি ধীরে ধীরে নিজের কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই সেই কবর, যেখানে আমাকে কবর দেওয়া হবে। মুক্তি পাওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে, আমার পরিবারের সঙ্গে আমার বিছানায় ঘুমানোর সুযোগ আর নেই। উদ্ধার না করা হলে এ কবরের ভেতরেই আমার শেষ ঠিকানা হবে।’
ভিডিওতে তিনি জানান, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।
ভিডিও প্রকাশের পর ডেভিডের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘শুধু হামাসের প্রচারণার অংশ হিসেবে আমাদের ছেলেকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হয়েছে। এটা বিশ্বের সবচেয়ে ভয়ংকর ঘটনাগুলোর একটি।’
ভিডিওটি প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডেভিডের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ফুটেজ দেখে গভীরভাবে মর্মাহত হয়েছেন তিনি। সরকার সব জিম্মিকে মুক্ত করার জন্য নিরবচ্ছিন্ন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নেতানিয়াহু হামাসকে দিকে অভিযোগ তুলে বলেন, ‘তারা (হামাস) ইচ্ছাকৃতভাবে আমাদের জিম্মিদের অনাহারে রাখছে। সেই চিত্র দুনিয়াজুড়ে প্রচার করছে অত্যন্ত নিষ্ঠুর ও ঠান্ডা মাথার কৌশলে।’
উল্লেখ্য,ডেভিড হামাসের কাছে জিম্মি হওয়া ৪৯ জন জিম্মির একজন। যাদের হামাস ও তার মিত্র গাজাভিত্তিক সংগঠনগুলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় ধরে নিয়ে যায়। ওই হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায়, যাতে এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।