গাজায় একদিনে নিহত ৮৩, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
দখলদার ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন। আহত হয়েছেন আরও অন্তত ৫৫৪ জন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বহু হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও কর্মী না থাকায় অনেককে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’
তারা আরও জানায়, খাদ্যসামগ্রী সংগ্রহ করতে আসা সাধারণ মানুষকেও ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার (২৫ জুলাই) গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর চালানো হামলায় ৫৩ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।
হামাসের হাতে আটক থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরায়েল। তাদের উদ্ধারে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)।
গাজায় চলমান রক্তপাত বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নিঃশেষ করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। [সূত্র: আনাদোলু এজেন্সি]