বন্দুকধারীর গুলিতে দিদারুলের নিহতের খবর শুনে তার বাবার স্ট্রোক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪৭ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:০৭ AM
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে এক বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক পুলিশের সদস্য বাংলাদেশি দিদারুল ইসলাম রতন নিহত হয়েছেন। নিহত দিদারুলের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায়।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেন তামুরা নামের এক যুবক এই হামলা চালায়।
এ ঘটনায় দিদারুলসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
হামলার পর রাতে, স্থানীয় সময় ১টার দিকে, দিদারুল ইসলামের মরদেহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে হাসপাতাল থেকে নিউইয়র্কে তার বাসভবনে নেওয়া হয়। কিন্তু ছেলের মৃত্যুসংবাদ শুনে দিদারুলের বাবা আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিহত দিদারুলের ফুফু তাহেরা বেগম দুলি জানান, নিউইয়র্কে থাকা স্বজনদের মাধ্যমে সোমবার জানতে পারি আমার ভাইপো দিদারুল সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। রতন খুবই শান্তশিষ্ট ও মেধাবী ছেলে ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে নিউইয়র্কে থাকা রতনের বাবা-মা, স্ত্রী ও বোনসহ অন্যান্য স্বজনরা তাকে হারিয়ে বিলাপ করছেন।
তিনি আরও বলেন, ২০০৯ সালের অক্টোবর মাসে মামার আবেদনের প্রেক্ষিতে পরিবারের সব সদস্যদের সঙ্গে আমেরিকায় পাড়ি জমায় রতন। সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিউইয়র্ক পুলিশে যোগ দেয়। দেশে থাকাবস্থায় রতন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে।
নিহত দিদারুল মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার বাসিন্দা। তার পিতা মো. আব্দুর রব এবং মাতা মিনারা বেগম। রতনের দুই বোন নাঈমা ও নাদিমা।
প্রায় সাড়ে তিন বছর ধরে রতন নিষ্ঠার সঙ্গে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় বর্তমানে ব্রঙ্কসের পার্চেস্টার এলাকায় বসবাস করছেন।