সিরিয়ায় হামলা নিয়ে ইসরায়েলকে সংযমের আহ্বান যুক্তরাষ্ট্রের

১৭ জুলাই ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্র সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি সামরিক অভিযানের অবসান ঘটাতে চাপ বাড়িয়েছে এবং তেল আবিবকে আরও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখতে এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরায়েলিদের বলেছি থামো এবং শান্ত হও। ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছে, ইসরায়েল যেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পথ খোঁজে।’

আরও পড়ুন: দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী এবং বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাংক মোতায়েন করে, যার কিছু সময় পর ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাংক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাংকগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে তাদের সামরিক উপস্থিতি রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সুয়েইদা প্রদেশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত এবং অন্তত ৩৪ জন আহত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে দেশটির দ্রুজ সম্প্রদায়। তারা অভিযোগ করছে, সিরিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠী সুয়েইদায় দ্রুজদের ওপর গণহত্যা চালিয়েছে। ইসরায়েলের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ হলেও দ্রুজ সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব অনেক। পরিস্থিতির প্রতিক্রিয়ায় বহু ইসরায়েলি দ্রুজ অধিকৃত গোলান মালভূমির সীমানা পার হয়ে সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আহ্বান ইসরায়েলি হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে পাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। তবে সিরিয়া সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

 

আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল…
  • ২১ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9