পালিয়ে গেলেন শত শত মার্কিন নাগরিক © সংগৃহীত
চলমান উত্তেজনা তীব্র আকার ধারণ করায় শত শত মার্কিন নাগরিক ইরান ও ইসরায়েল ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ তারবার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেকে স্থলপথে ইরান ছাড়েন। যদিও এ সময় কেউ কেউ বিলম্ব ও হয়রানির মুখে পড়েন। খবর আল জাজিরার
তারবার্তায় বলা হয়েছে, অনেক মার্কিন নাগরিক কোনো সমস্যা ছাড়াই ইরান ত্যাগ করলেও ‘অসংখ্য’ ব্যক্তি দেশ ছাড়ার সময় নানা ধরনের বাধার সম্মুখীন হন। এমনকি একটি পরিবারের অভিযোগ অনুযায়ী, ইরান থেকে যাওয়ার সময় দুই মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় মার্কিন নাগরিকদের স্থানান্তর বা উদ্ধার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন দূতাবাসের ৭৯ জন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।