ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক রণতরি

১৯ জুন ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড © সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগির তা ইরানের দিকে যাত্রা করবে। এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন।

ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করেছে। এ ছাড়া বাইরে থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস করা হচ্ছে। এরই সর্বশেষ আপডেট হলো, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও মোতায়েন হতে চলেছে।

বুধবার (১৮ ‍জুন) মার্কিন সূত্রের বরাতে সিএনএনের সিনিয়র প্রতিবেদক জ্যাকারি কোহেন  জানান, আমেরিকার ফ্ল্যাগশিপ ১ হাজার ১০০ ফুট পারমাণবিক শক্তিচালিত রণতরি ইউএসএস ফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি হতে চলেছে।

আরও পড়ুন : পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে যে প্রস্তাব দিলেন পুতিন

সূত্র অনুসারে, ১৩ বিলিয়ন ডলারের এই রণতরি সম্ভবত ভূমধ্যসাগরে গত বছরই মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল; কিন্তু বর্তমান সময়ে এর স্থানান্তর বিশেষ নজর কাড়ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ছে। এ সময় জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি প্রদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।

এরই মধ্যে পারস্য উপসাগরে থাকা ইউএসএস কার্ল ভিনসন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা করা ইউএসএস নিমিৎজের সঙ্গে যোগ দেবে ফোর্ড।

এর আগে ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner (ইউএসএস টমাস হাডনার)-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে।

জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার : মাহদী
  • ২৪ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বগুড়াকে সিটি করপোরেশন করা হবে: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬