ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে যে তথ্য দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্রিয় পরিকল্পনায় রয়েছে—এমন কোনো তথ্য নেই। বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন কথা জানিয়েছে।
গ্রোসির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সংস্থার কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করতে পারে যে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আল জাজিরাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ‘আমরা ইরানে এমন কোনো উপাদান পাইনি, যা নির্দেশ করে যে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির একটি সক্রিয় ও পরিকল্পিত প্রচেষ্টা চলছে। আমরা এমন কিছু দেখিনি যাতে আমরা পর্যবেক্ষক হিসেবে বলতে পারি যে ইরানের কোথাও একটি পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদনের প্রক্রিয়া চলছিল।’
গ্রোসির এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন এক সপ্তাহ আগে আইএইএর বোর্ড অব গভর্নরস ঘোষণা দিয়েছিল যে, ইরান আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে।
বোর্ড জানিয়েছে, ইরান বহুবার ঘোষণাবিহীন পারমাণবিক উপাদান ও কার্যক্রম সম্পর্কে সময়মতো এবং পূর্ণাঙ্গ তথ্য দেয়নি। বিশেষ করে কিছু স্থানে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে দেশটি।