ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৩২

সরোকা মেডিকেল সেন্টারে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে
সরোকা মেডিকেল সেন্টারে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে  © সংগৃহীত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভা শহরে অবস্থিত সরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিবিসি, আল জাজিরা ও সিএনএন।

দেশটির গণমাধ্যম জানিয়েছে এটি ইসরায়েলের অন্যতম প্রধান হাসপাতাল।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের প্যারামেডিকরা কমপক্ষে ৩২ জনকে চিকিৎসা দিচ্ছেন। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, প্রায় ৮০ বছর বয়সী একজন পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়সী একজন নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও ৩০ জন হালকা আঘাত পেয়েছেন। বেশির ভাগই বিস্ফোরণ ও গুলি থেকে আঘাত পেয়েছেন।

আরও পড়ুন : হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে : শি জিনপিং

আরেক প্রতিবেদনে এমডিএ প্যারামেডিক ইয়োসি শিলো বলেন, তার দল একটি ভবনে 'ব্যাপক ধ্বংসযজ্ঞ' দেখেছেন। প্রায় ৬০ বছর বয়সী একজন নারীকে 'গুরুতর আহত, তবে স্থিতিশীল অবস্থায়' হাসপাতালে নেওয়া হয়েছে।

সোরোকা মেডিকেল সেন্টারের মুখপাত্র বলেছেন, ‘বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বর্তমানে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি, যার মধ্যে আহতদের সংখ্যাও রয়েছে।’

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তেল আবিব, রামাত গান (পূর্বদিকে) এবং হলন (দক্ষিণ দিকে) শহরগুলোয়ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে এবং প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ইসরায়েলের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী শ্যারেন হাসকেল এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইচ্ছাকৃত’ আক্রমণ বলে অভিহিত করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!