ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা

ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র  © সংগৃহীত

ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  সেনাবাহিনীর সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

ঘোষণায় আরও জানানো হয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় শত্রু বিমান সাইরেন বেজে উঠেছে।

এর আগে ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইয়েমেনের হুতিরা। গতকাল রবিবার হুতিদের পাঠানো বেশ কিছু মিসাইল ইসরায়েলের কিছু সামরিক স্থাপনার আঘাত হানে বলে জানা যায়। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি।

এদিকে ইরানে ইসরায়েলের হামলার মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে তারা। যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু ক্ষেত্রে দূতাবাসের সহায়তায় শিক্ষার্থীদের ইরানের ভেতরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।’


সর্বশেষ সংবাদ