ইসরায়েলের পাইলটকে আটকের দাবি ইরানের, অস্বীকার করেছে ইসরায়েল

ইরান-ইসরায়েল
ইরান-ইসরায়েল  © সংগৃহীত

ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সেই সঙ্গে একজন পাইলটকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছে তারা। ইরানের রাষ্ট্রায়ত্ত্ সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিকাই আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা তথ্য প্রকাশ করেছে। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অন্য দিকে, সিএনএন বলেছে যে ইরানে দুটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

হামলার শিকার ঘাঁটি দুটি হলো ইরানের পশ্চিমাঞ্চলে হামাদান ও উত্তর–পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবরিজ ঘাঁটি। এর মধ্যে তাবরিজ ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জানা গেছে, ভূমিতে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিতে ব্যাপক ক্ষতি হয়।

তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে এর জবাবে রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামের এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

অন্য দিকে, দ্য জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। রাজধানী তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে বলেও জানিয়েছে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী অচেতন অবস্থায় উদ্ধার হন, যার শরীরে জীবনের লক্ষণ পাওয়া যায়নি। অপরজন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, যিনি পরে মৃত ঘোষণা করা হন।


সর্বশেষ সংবাদ