আমেরিকায় ঢুকতে পারবে না ১২টি দেশের নাগরিক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ০৮ জুন ২০২৫, ০৯:৫৫ PM
আমেরিকায় অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক প্রশাসনিক নির্দেশনায় তিনি ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন—এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশ ৯ জুন থেকে কার্যকর হবে।
এছাড়াও বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষাই এ নিষেধাজ্ঞার মূল কারণ। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশ্যালে লিখেছেন, ‘যেসব দেশ থেকে আসা নাগরিকদের সম্পর্কে নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য যাচাই সম্ভব নয়, তাদের ঢুকতে দেওয়া যায় না।’
নতুন এই সিদ্ধান্তের ব্যাখ্যায় ট্রাম্প সম্প্রতি কলোরাডোর একটি শপিং মলে হামলার ঘটনার উল্লেখ করেন। ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন একজন মিশরীয় নাগরিক, যিনি হামলার সময় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
হোয়াইট হাউসের এক মুখপাত্র আবিগেল জ্যাকসন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভয়ংকর বিদেশিদের হাত থেকে আমেরিকানদের রক্ষা করা—তিনি সেই পথেই এগোচ্ছেন। তারা আমাদের ক্ষতি করতে চায়।’
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আসন্ন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুকে সামনে এনে ট্রাম্পের কট্টর অবস্থানকে জোরদার করবে।