ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচের পদত্যাগ

বেজালেল স্মোট্রিচ
বেজালেল স্মোট্রিচ  © সংগৃহীত

ইসরায়েলের উগ্র ও কট্টর ডানপন্থি দলের নেতা অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের প্রতি অনাস্থা জানিয়ে নিজের পদ ছাড়লেন তিনি।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আরব নিউজ ও আনাদোলু।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডানপন্থি জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। পদত্যাগের পর স্মোট্রিচ অবশ্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্বপালন করবেন।

আনাদোলু বলছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে বিরোধের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের এই পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটল।

আরও পড়ুন: জুলাই কন্যাদের মার্কিন পুরস্কার নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরের বিরুদ্ধে তার, স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

মূলত এই পদক্ষেপটি ইসরায়েলের অতি-ডানপন্থি জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙনকেই তুলে ধরছে। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনের সম্মুখীন হয়েছে দেশটির ক্ষমতাসীন অতি-ডানপন্থি এই জোট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence