ড. ইউনূসের সঙ্গে শেহবাজের ফোনালাপ, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ
ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ  © সংগৃহীত

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি, ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন শেহবাজ।

এসময় শেহবাজ শরিফ জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরে আসবেন।

উভয় নেতার আলোচনায় বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে শেহবাজ শরিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, “বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”

তিনি আরও বলেন, “আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি।”

শেহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করেন যে, “পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence