৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হুথিদের হামলা

মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’
মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’  © সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথিরা চতুর্থ বারের মতো মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, গত ৭২ ঘণ্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ।

এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন হামলার জবাবে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেবে তারা।

হুথিরা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল। তারা রোববার জানিয়েছে, আমাদের সামুদ্রিক অভিযান চলবে, যতক্ষণ না গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়।

অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ‘নিরবচ্ছিন্ন হামলা’ চালিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence