আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে আগুন

১৪ মার্চ ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM

© সংগৃহীত

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আগুন লেগেছে। শুক্রবার (১৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে এ আগুন লাগে। এসময় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি, আগুন লাগার সঠিক কারণ।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১০০৬ তে আগুন লাগে। আর উড়োজাহাজটি হলো বোয়িং ৭৩৭-৮০০। এটি কলোরাডো স্প্রিং থেকে এখানে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দ্রুত আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা উড়োজাহাজটি। আগুন নেভানোর চেষ্টা করছেন বিমানবন্দরের কর্মীরা। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার উপরে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সেখান থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, মাঝ আকাশেই প্লেনটির ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। ওড়ার সময় মৃদু ঝাঁকুনি অনুভব করেন পাইলট। এর পরেই ডেনভার বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করেন। বিমানবন্দরে অবতরণ করার পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ বা এফএএ।

সূত্র: রয়টার্স, বিবিসি

ট্যাগ: আগুন
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬