আইসক্রিমে মিলল বিষধর সাপ

ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন ভুক্তভোগী
ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন ভুক্তভোগী  © সংগৃহীত

রাস্তার পাশের কার্ট থেকে কেনা আইসক্রিম খোলার পর ভীষণভাবে চমকে ওঠেন থাইল্যান্ডের এক ব্যক্তি। কারণ, প্যাকেট খুলে যা দেখেছেন, তা তার কল্পনায়ও ছিল না। আইসক্রিমের ভেতর জমে ছিল বিষধর এক সাপ। এ ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৪ মার্চ ওই আইসক্রিমের ছবিটি আপলোড করেন ভুক্তভোগী। পরদিন সন্ধ্যার মধ্যে ৯ হাজারের বেশির ভাগ শেয়ার করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কালো-হলুদ রঙের সাপের মাথা বেরিয়ে আছে। 

ক্যাপশনে ওই ব্যক্তি জানান, ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন।

আরও পড়ুন: আসাদপন্থিদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে ৭০

স্টের কমেন্টে অনেকে ঘটনাটি নিয়ে মজা করেছেন। কারও কারও প্রশ্ন, গরম আবহাওয়ায় সাপটি আবার জীবিত হবে কি না। আবার  এ অপ্রত্যাশিত ঘটনায় অনেকে আতঙ্ক প্রকাশ করেছেন।

কমেন্টে একজন ব্যবহারকারী লেখেন, ‘এই কারণেই আমি সাধারণত স্ট্রিট কার্ট  থেকে খাবার কিনি না। এটা ভয়াবহ!’

অনেকেই ধারণা করেছেন, এটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইট অনুসারে, গোল্ডেন ট্রি স্নেক বিষাক্ত এবং এটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence