ভারতে ২ সহকর্মীকে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহত্যা

সিআরপিএফ সদস্য
সিআরপিএফ সদস্য  © সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছেন এক সহকর্মী। এরপর হামলাকারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মণিপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ ইউনিটের ওই সদস্যরা অশান্ত রাজ্যটিতে মোতায়েন ছিলেন।

দেশটির পুলিশের বরাতে ঘটনার বর্ণনা দিয়েছে হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই জওয়ান কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর এফ-১২০ কোম্পানির সদস্য ছিলেন।

মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইম্ফল পশ্চিম জেলার লামসাংয়ে একটি সিআরপিএফ ক্যাম্পের ভেতরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে তার নিজের দুই সহকর্মীকে ঘটনাস্থলেই হত্যা করে এবং আটজনকে আহত করেন।

পরে সেই জওয়ান তার সার্ভিস অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন। কেন তিনি এমন সহিংস পদক্ষেপ নিলেন, এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

খবর পেয়ে মণিপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপিএফ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

তবে এ ঘটনায় সিআরপিএফ চুপ রয়েছে। তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence