এবার নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইসরায়েলি পুলিশ

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
বেঞ্জামিন নেতানিয়াহু ও সারা নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু ও সারা নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির চেষ্টা করার অভিযোগে এ তদন্ত শুরু করেছে পুলিশ। 

রবিবার (২ ফেব্রুয়ারি) ফাঁস হওয়া এক চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এর আগে, গত ২৬ ডিসেম্বর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিলেন দেশটির পার্লামেন্ট নেসেটের সদস্য এবং বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমি। 

এদিকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু, বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। স্ত্রী সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

ট্যাগ: ইসরায়েল
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬