গত বছর পাস করা হার্ভার্ডের ২৩ শতাংশ এমবিএ শিক্ষার্থীই এখনো চাকরি পাননি

১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
হার্ভার্ড বিজনেস স্কুল

হার্ভার্ড বিজনেস স্কুল © সংগৃহীত

বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে গত বছর এমবিএ ডিগ্রি নিয়ে বের হওয়া ২৩ শতাংশ শিক্ষার্থী এখনো কোনো চাকরি পাননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালিস্ট্রিট জার্নাল। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তারা এ জানিয়েছে শুধু হার্ভার্ড বিজনেস স্কুল (এইচবিএস) নয়, এরসঙ্গে স্টানফোর্ড, হোয়ার্টন এবং এনওয়াইইউ-এর মতো প্রতিষ্ঠানগুলোর চাকরিপ্রার্থী শিক্ষার্থীরাও চাকরি পেতে হিমশিম খাচ্ছেন।

হার্ভার্ডের এক শিক্ষার্থী জানিয়েছেন, যারা চাকরির বাজারে নিজেদের প্রত্যাশা বা চাহিদা কমিয়েছেন তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু যাদের প্রত্যাশা বেশি তারা এখনো বেকারই রয়ে গেছেন। তবে এখান থেকে যারা পাস করেছেন তাদের বেশিরভাগই উচ্চপদস্থ পরিবার থেকে এসেছেন। ফলে কয়েক মাস বেকার থাকলেও তাদের খুব বেশি সমস্যা হবে না বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা।

হার্ভার্ড বিজনেস স্কুলের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অ্যালামনাই রিলেশন্স কর্মকর্তা ক্রিস্টেন ফিটজপ্যাটরিক বলেছেন, ‘আমরাও চাকরির বাজারের খারাপ অবস্থার বাইরে নয়। হার্ভার্ডে যাওয়া মানেই চাকরির বাজারে কোনো পার্থক্য গড়ে দেবে না।’

কঠিন সময়ে বিশ্বাস রাখায় লিটনকে ধন্যবাদ শামীমের
  • ০১ জানুয়ারি ২০২৬
শোক বইয়ে স্বাক্ষর জামায়াতে আমিরের, পরে তারেক রহমানের সঙ্গে …
  • ০১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১০ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
বিপিএল চলাকালেই আরেক তারকাকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স
  • ০১ জানুয়ারি ২০২৬
বদলি নিয়ে মাউশির চিঠি পায়নি মন্ত্রণালয়
  • ০১ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফসকে গৃহবধূর মর্মান্তিক …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!