ক্লাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীর হাতুড়ি পেটায় আহত ৮

জাপানের হোসেই বিশ্ববিদ্যালয়ের ঘটনা

  © সংগৃহীত

জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি পেটায় আটজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের। 

খবরে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচ এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন সমাজবিজ্ঞানের ছাত্রী। ক্লাস চলাকালীন হাতুড়ি পেটা করেন তিনি।

এনএইচকে জানিয়েছে, আহতদের মাথা থেকে রক্তপাত হতে দেখা গেছে। তাদের চিকিৎসা চলছে।

হামলার কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই শিক্ষার্থী সহপাঠীদের দ্বারা বুলিংয়ের শিকার হয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তাই সবার উপর হামলা করেছেন তিনি। 

জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক  হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়।

৫১ বছর বয়সী ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল।

পরে এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাণ্ডবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence