‘অখণ্ড ভারত’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল বাংলাদেশ ও পাকিস্তান

  © সংগৃহীত

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ভারত সরকার আয়োজন করেছে ‘অখণ্ড ভারত’ সেমিনার। এ অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলো আমন্ত্রণ পেয়েছে। মতভেদ দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর এনডিটিভির।

বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল আমন্ত্রণ পেয়েছে। মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদেরও এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। 

আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চেয়েছিলাম যেসব দেশ একসময় অখণ্ড ভারতের অংশ ছিল, তারা যেন এই উদ্‌যাপনে অংশ নেয়।’

ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সহযোগিতা করছে। ভারতের অর্থ মন্ত্রণালয় বিশেষভাবে একটি সীমিতসংখ্যক ১৫০ রুপির স্মারক মুদ্রা প্রকাশ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ ট্যাবলু (tableaux) উৎসর্গ করেছে, যা প্রজাতন্ত্র দিবসে আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছরপূর্তি উদ্‌যাপন করবে।


সর্বশেষ সংবাদ