ভারতে দুই শিশুসহ গ্রেপ্তার ছয় বাংলাদেশি নাগরিক

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
দুই শিশুসহ গ্রেপ্তার ছয় বাংলাদেশি নাগরিক

দুই শিশুসহ গ্রেপ্তার ছয় বাংলাদেশি নাগরিক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে দুই শিশুসহ অন্তত ছয় বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নয়াদিল্লি থেকে ফেরার পথে ত্রিপুরা পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার (২০ ডিসেম্বর) ত্রিপুরা পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, শুক্রবার রাজ্যের খোয়াই জেলার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

‘‘বাংলাদেশি নাগরিকরা দিল্লি থেকে সীমান্তবর্তী খোয়াই জেলায় এসেছিলেন এবং ভারতীয় দালালদের সহায়তায় বাংলাদেশে ফেরার আগে গেস্ট হাউসে অবস্থান করছিলেন। তারা বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা।’’

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকরা কয়েক মাস আগে চাকরির সন্ধানে দিল্লিতে গিয়ে অবৈধভাবে আধার, প্যান এবং ইপিআইসি কার্ড তৈরি করেন বলে স্বীকার করেছেন। পুলিশ এসব ভুয়া কার্ড জব্দ করেছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মোহাম্মদ কবির (৩৭), মোহাম্মদ মুমিন (২৩), আয়েশা খাতুন (৭০), তানিয়া বেগম (৩৫)। তাদের সঙ্গে দুই শিশুও ছিল।

বৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত পাঁচ মাসে ৫৭০ জনেরও বেশি বাংলাদেশি ও ৬৩ জন রোহিঙ্গাকে আগরতলা রেলস্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে রাজ্যের রেলওয়ে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছে।

ত্রিপুরার সরকারি কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের এখন পর্যন্ত রাজ্যে ৭০০ অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে প্রায় ৫০ কোটি রুপির বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বিএসএফ।

৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লক করেছে এনটিআরসিএ
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬