‘মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলে নেব’

১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
টিংকুর রহমান বিশ্বাস

টিংকুর রহমান বিশ্বাস © সংগৃহীত

মাত্র ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। আজ বুধবার (১১ ডিসেম্বর) মালদায় সংবাদ সম্মেলন করে তিনি এ হুমকি দেন।

তিনি হুমকি দিয়ে বলেন, ‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।’

এ নেতা আরও বলেন, ‘গতকালকেও আমরা দেখেছি, বিএনপি’র নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। আমি বলেছি, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ওদের ৭ লাখ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করতে পারে।’

উল্লেখ্য গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এ দিন স্পষ্ট হয়ে গেল।

 

প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬