‘গণভবন স্টাইলে’ বাশার আল আসাদের বাসভবনে লুটপাট–ভাঙচুর

আসাদের বাসভন লুটপাটের চিত্র
আসাদের বাসভন লুটপাটের চিত্র  © সংগৃহীত

সিরিয়ায় যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ উল্লাসের পাশাপাশি গণভবনে যেমন লুটপাট-ভাংচুর চালিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল- আসাদের পতনের পর ঠিক একই ভাবে উত্তেজিত জনতা তার বাসভবনে প্রবেশ করে। এ সময় ভাচুরের পাশাপাশি লুটপাট চালিয়েছে অনেকে। 

রবিবার (৮ ডিসেম্বর) এএফপির এক প্রতিবেদন থেকে আসাদের বাসভবনে হামলা ও লুটপাটের তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের পতনের পর  প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে প্রবেশ করে সাধারণ মানুষ, যাদের মধ্যে নারী, শিশু এবং পুরুষও ছিলেন। অনেকেই সেখান থেকে মালামাল নিয়ে চলে যান। বিভিন্ন কক্ষ লুটপাট ও তছনছ করা হয়েছে। এমনকি  সম্মেলনকক্ষেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আবু ওমর (৪৪) নামে দামেস্কের এক  বাসিন্দা বলেন, ‘আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি আর ভয় করছি না। এখন আমার একমাত্র উদ্বেগ, আমরা সিরিয়ান নাগরিক হিসাবে সবাই ঐক্যবদ্ধ হবো এবং একসাথে এই দেশটি গড়ে তুলবো।'

উল্লেখ্য, আসাদ পরিবার দীর্ঘ পাঁচ দশক ধরে সিরিয়ার শাসন ক্ষমতায় ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। গৃহযুদ্ধের ফলে সিরিয়া ধ্বংসের দিকে চলে যায় এবং রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আসাদ সরকার রাশিয়া ও ইরানের সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে থাকলেও, সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়।  শেষপর্যন্ত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) কাছে পরাজিত হলেন আসাদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence