যে দেশে প্রকাশ্যে সঙ্গীকে চুম্বন করলে নিশ্চিত জেল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ PM
বিশ্বের অনেক দেশে পাবলিক প্লেসে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ স্বাভাবিক ব্যাপার হলেও কিছু দেশে এটি কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি এই নিয়ম ভাঙলে জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে। পর্যটকদের জন্য এসব আইন সম্পর্কে জানা জরুরি, কারণ অনেক সময় অজান্তেই কঠোর শাস্তির মুখে পড়ার ঝুঁকি থাকে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনসম্মুখে চুম্বন করা সামাজিক ও ধর্মীয়ভাবে গর্হিত কাজ হিসেবে বিবেচিত। দুবাই ২০০৯ সালে এক ব্রিটিশ দম্পতি জনসম্মুখে চুম্বনের অভিযোগে তিন মাসের কারাদণ্ড পান। ট্যাক্সিতে চুম্বন এক ভারতীয় দম্পতি ট্যাক্সিতে সঙ্গীকে চুম্বন করায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
ইন্দোনেশিয়ায় পাবলিক প্লেসে ভালোবাসার প্রকাশ বা চুম্বন করা নিষিদ্ধ। শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড অথবা প্রায় আড়াই কোটি টাকা জরিমানা। দেশটির বেশিরভাগ নাগরিক ইসলাম ধর্মের অনুসারী, এবং তারা কঠোরভাবে এসব রীতিনীতি মেনে চলে। জাপানে জনসম্মুখে চুম্বন বা লজ্জাজনক কাজ করার জন্য রয়েছে কঠোর আইন। জরিমানা ও শাস্তি উভয়ই হতে পারে। জাপান তাদের সংস্কৃতি রক্ষায় অত্যন্ত সচেতন।
২০০৬ সালে চীনের নানজিংয়ে এক ব্যক্তি ভ্যালেন্টাইনস ডে’তে সঙ্গীকে চুম্বন করায় গ্রেফতার হন। জেল এবং জরিমানা। নাটক বা সিনেমায় এমন দৃশ্য প্রচলিত হলেও বাস্তবে কঠোর আইন মেনে চলা হয়। এ ধরনের ঘটনা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের আওতায় পড়তে পারে। ভ্রমণের সময় পর্যটকদের জন্য এসব নিয়ম সম্পর্কে সচেতন থাকা আবশ্যক, কারণ আইন অমান্য করলে ভ্রমণের অভিজ্ঞতা বিব্রতকর হতে পারে।
বিশেষত মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: ইন্ডিয়া টুডে