কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে শেষ হলো ট্রাম্পের নতুন মন্ত্রিসভা গঠনের কাজ

২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্রুক রোলিন্স

ব্রুক রোলিন্স © সিএনএন

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হােয়াইট হাউজে বসার আগে, মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছিলেন তিনি। এবার কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ব্রুক রোলিন্সকে। এই নিয়োগের মাধ্যমে প্রশাসন সাজানোর কাজ সমাপ্ত করলেন ট্রাম্প।  

 শনিবার (২৩ নভেম্বর) কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দিবেন। যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।'

কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোলিন্স। এক্সে লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট, পরবর্তী মার্কিন কৃষি সচিব হিসেবে কাজ করার সুযোগের জন্য। আমেরিকার কৃষক এবং আমাদের জাতির কৃষি সম্প্রদায়ের জন্য লড়াই করা আমার জীবনের সম্মান হবে। গ্লেন রোজ, টিএক্সের একটি ছোট-শহরের মেয়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি।  এটা  সর্বশ্রেষ্ঠসত্যিকারের আমেরিকান ড্রিম’।


প্রসঙ্গত, ব্রুক রলিন্স ডানপন্থী থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: আমেরিকা
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬