সৌদিতে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সৌদ আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

সৌদ আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার © সংগৃহীত

সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১১ হাজার ৩৩৬, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে ৫ হাজার ১৭৬ এবং শ্রমে আইনের অধীনে আরও ৩ হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৪৭ জন। তাদের ৬৫ শতাংশ ইথিওপিয়া, ৩২ শতাংশ ইয়েমেন ও বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। আরও ৭১ জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোয় প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সৌদি আরবে তুষারপাত বাড়ছে

মোট ২২ হাজার ৬৫৪ জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন। তাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ ও ৩ হাজার ৭ জন নারী।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদানসহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করাও হতে পারে।

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেফতারের খবর প্রকাশ করছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬