বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত: এস জয়শঙ্কর

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর © সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’। তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিয়ে যেতে চায়। গতকাল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় দফার শাসনের ১০০ দিন উপলক্ষে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

জয়শঙ্কর বলেন, ‘প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এ সম্পর্ক ও যোগাযোগ আরো এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী।’

বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতিকর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না। সবসময় সবকিছু অনুকূলেও থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি। একান্তই অভ্যন্তরীণ বিষয়। কাজেই তা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি।’

আরও পড়ুন: নতুন মামলায় গ্রেফতার হলেন আনিসুল-সালমান-পলক-মানিক-মামুন

জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেন, ‘আমার বিশ্বাস, ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছবে। প্রতিবেশীরা সব সময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয়।’

এ প্রসঙ্গে নাম উল্লেখ না করে জয়শঙ্কর অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কেরও উল্লেখ করেন। তিনি বলেন, ‘অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে। কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশেও যা হওয়ার তা হবে। তা নিয়ে মন্তব্য করা সাজে না। কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই। সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে। ব্যবসা-বাণিজ্য ভালো। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার। আমরা এ পথেই এগোতে চাই।’

এইচএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরক…
  • ০৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
  • ০৬ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল নিয়ে যা বললে…
  • ০৬ জানুয়ারি ২০২৬
বালু–চাঁদাবাজি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুবদল নেতাকে হত্যা, দ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তাকে…
  • ০৬ জানুয়ারি ২০২৬